News71.com
 Bangladesh
 17 Jul 20, 06:05 PM
 849           
 0
 17 Jul 20, 06:05 PM

খুলনার মশিয়ালীর ঘটনায় এপর্যন্ত মোট মৃত ৫ ॥ পক্ষপাতিত্বের অভিযোগে ওসি’র অপসারন দাবী

খুলনার মশিয়ালীর ঘটনায় এপর্যন্ত মোট মৃত ৫ ॥ পক্ষপাতিত্বের অভিযোগে ওসি’র অপসারন দাবী

খুলনা প্রতিনিধি: খুলনা জেলার ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এলাকার প্রভাবশালী একটি পক্ষ নিরীহ গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে গুরুতর আগহ হন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে নজরুল ইসলাম ও গোলাম রসুল নামে দুইজন ফুলতলা হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরন করে। আহতের মধ্যে সাইফুল ইসলাম ও আফসার আলী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান। এদিকে গ্রামবাসীর রোষানলে পড়ে গুলি বর্ষনকারী জাকারিয়া, জাফরিন ও মিল্টনের সহযোগী জিহাদ হোসেনকে গণপিটুনি দিলে পুলিশ গ্রামবাসীর রোষানল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী জাকারিয়া, জাফরিন ও মিল্টনের বাড়ীসহ ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে। শুক্রবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আলিশান বাড়ির দরজা জানালা গ্রীল খুলে নিয়ে যায়। বিক্ষুদ্ধ এলাকৈবসী কেএমপির খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে হত্যাকারীদের প্রশ্রয়দাতা উল্লেখ করে অবিলম্বে তার অপসারন দাবি করেছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে খুলনা ও যশোরের বিভিন্ন থানায় রেডএলার্ট জারি করে চিরুনী অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই তারা ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে যশোর জেলার অভনগর থানা থেকে মো: জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী জানান ফুলতলা উপজেলার মশিয়ালী আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মো. জাকারিয়া সভাপতি পদে পরাজিত হন। এ ঘটনার জের ধরে স্থানীয়দের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়। ঘটনাস্থলে তিনি ও তার ছোট ভাই জাফরিন এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে আহত হন কমপক্ষে ১০ জন। তবে স্থানীয় অনেকেই বলেছেন এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকারীরা হামলার জন্য আগে থেকেই পূর্ন প্রস্তুতি নিয়ে রেখেছিল। গতকালের মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল একটা উছিলা মাত্র । ঐ পক্ষটি আগে থেকেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী উপজেলা দিঘলিয়া ও যশোরের বিভিন্ন স্থান থেকে ক্যাডার জডো করে রাখে।

বর্তমানে মশিয়ালী গ্রামের প্রবেশ মুখে খুলনা- যশোর সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর পিপিএম জানান মশিয়ালীতে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে অভয়নগর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় এষনও কোন মামলা হয়নি। পুলিশের উর্ব্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকারীদের গ্রেফতার ও ওসির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন