News71.com
 Bangladesh
 20 Jul 20, 10:40 AM
 850           
 0
 20 Jul 20, 10:40 AM

খুলনায় চার খুনের ঘটনায় ৩৮ জনের নামে ট্রিপল হত্যা মামলা॥  

খুলনায় চার খুনের ঘটনায় ৩৮ জনের নামে ট্রিপল হত্যা মামলা॥   

নিউজ ডেস্কঃ মহানগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে গুলিবর্ষণ ও চার হত্যা ঘটনার ৪৮ ঘণ্টা পর ৩৮ জনের নামে ট্রিপল হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ ও ১৫-১৬ অজ্ঞাত আসামি রয়েছে। পুলিশ এ পর্যন্ত আটক ৩ জনকে গতকাল রবিবার (১৯ জুলাই) আদালতে হাজির করে আবেদন জানালেও আদালত তাদের রিমান্ড না মঞ্জুর করেছে। খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) ও মুখপাত্র কানাইলাল সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাইফুল ইসলামের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলার মূল আসামি শেখ জাকারিয়া ও তার ভাই মিল্টন কবিরসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রেরও সন্ধান চালানো হচ্ছে। তিনি বলেন, আটককৃতদের নাম এজাহারে থাকায় গ্রেফতার দেখানো হয়েছে ।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাফরিন, আরমান ও জাহাঙ্গীরকে খুলনা সিএমএম আদালতে হাজির করা হয়। একই সঙ্গে খানজাহান আলী থানার ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানী শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জাফরিনের ৮ দিন, আরমান ও জাহাঙ্গীরের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকারিয়া ও তার ভাইদের গুলিবর্ষণে নজরুল ফকির (৬৫), গোলাম রসুল (৩৫) ও সাইফুল ইসলাম (২৭) নিহত হন। এতে ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিপক্ষের জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে। এছাড়া হত্যাকারী সন্দেহে কয়েকজনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন