নিউজ ডেস্কঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় তত্ত্বাবধায়কসহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তত্ত্ববধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইনস্ট্রাকটর শাহানূর এবং ওমর ফারুক। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, ১০ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ওই পাঁচজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এরআগে, শুক্রবার কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলাটি দায়ের করেছেন নিহত পারভেজ হাসান রাব্বির বাবা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়া। মামলায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আসামিদের নাম উল্লেখ করা হয়নি। এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।