News71.com
 Bangladesh
 16 Aug 20, 07:40 PM
 808           
 0
 16 Aug 20, 07:40 PM

যশোরে ৩ কিশোর হত্যা মামলায় ৭ কিশোর গ্রেফতার॥

যশোরে ৩ কিশোর হত্যা মামলায় ৭ কিশোর গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা মামলায় নজরদারিতে থাকা কেন্দ্রের ৭ কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইন রোববার (১৬ আগস্ট) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করলে ওই ৭ কিশোরকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা সদর উপজেলার চৌদ্দকুড়িসিং বানপাড়া গ্রামের খলিলুর রহমান তুহিন, নাটোরের সিংড়া উপজেলার জোড়মল্লিক গ্রামের হুমাইদ হোসেন, পাবনা বেড়া উপজেলার সন্যাসপাড়া গ্রামের ইমরান হোসেন, রাজশাহীর মতিহার উপজেলার কাজলা গ্রামের শিমুল, পাবনা বেড়া উপজেলার সন্যাসপাড়া গ্রামের মনোয়ার হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলার চাপুভেলা গ্রামের রিফাত আহমেদ, নাটোর সদর উপজেলার তালারদিয়া গ্রামের মোহাম্মাদ আলী।মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রকিবুজ্জামান জানান, তিন কিশোর নিহতের ঘটনায় নিহত পারভেজের বাবা রোকা মিয়া শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। প্রাথমিক তদন্তে কেন্দ্রে বন্দিদের মারপিট ও হত্যার ঘটনায় ১২ জনকে শনাক্ত করা হয়। এরমধ্যে কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্যাক্টকর শাহানুর আলম, ট্যাকনিক্যাল ইন্সট্রাক্টর ওমর ফারুককে শনিবার গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন