নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তালা উপজেলাসহ সাতক্ষীরা শহর। তালা উপজেলা ভাইস চেয়রম্যান সরদার মশিয়ার রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কয়েক হাজার গ্রামবাসী । আজ বুধবার বেলা ১টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ। 'খুনি চেয়ারম্যান সরদার মশিয়ারের ফাঁসি চাই, দিতে হবে'- এই স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা এলাকা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন নিকারী, আবু হায়াত নিকারী, সালেহা বেগমসহ আরও অনেকে। এসময় বক্তরা তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার ও সন্ত্রাসী বাহিনীর হাতে লুৎফর নিকারী প্রাণ হারিয়েছেন দাবি করে হত্যার বিচার চান ।
বিক্ষোভকারীরা আরও বলেন, চেয়ারম্যান মশিয়ার ও তার ভাই সরদার জাকির হোসেন সন্ত্রাসী রাজত্ব কায়েমের মাধ্যমে তালা উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষকে অতিষ্ট করে তুলেছেন। এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে তালাবাসীর রেহাই চাই। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের কাছে ময়না তদন্তের সঠিক রিপোর্ট প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। পরে খুলনা রোড মোড় থেকে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন উত্তেজিত জনতা। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে খুনিদের শাস্তির দাবি জানান ।
পরে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের মাধ্যমে খুনিদের বিচারের দাবিতে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীরা। এ সময় জেলা প্রশাসক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আশ্বস্ত করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উপস্তিত হন গ্রামবাসী। উল্লেখ্য, গত সোমবার রাতে তালা উপজেলার নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় সেলিম নিকারীকে আটক করে মারপিট করে সরদার মশিয়ার ও তার সহযোগী তুহিন শেখ ও রনি। সেলিম নিকারীকে বাঁচাতে গেলে বাবা লুৎফর নিকারীকে মারপিট করে তারা। ঘটনাস্থলেই নিহত হন মৎস্যজীবী লুৎফর নিকারী ।