খুলনা সংবাদদাতাঃ সম্প্রতি সরকার রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করায় পাট ক্রয় বন্ধ করে দেয় বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি)। ফলে বাম্পার ফলন হওয়ার পরও পাটের বাজার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে পাট চাষীরা। সবে মাত্র চাষীরা পাট কেটে জাক দেয়া শুরু করেছে। কেউ কেই আগাম আবাদ করায় উৎপাদিত পাট বিক্রির জন্য ঘরে তুলেছে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায় উপকূলীয় জেলা খুলনার নয়টি তিনটি উপজেলার মধ্যে তিনটি উপজেলার মাটি ও পানি লবনাক্ত সে জন্য পাটের আবাদ তেমন একটা হয় না। তবে এবার আবহাওয়া অনূকূলে থাকায় পাটের আবাদ ও ফলন ভাল হয়েছে। তবে গেল মাসে রাষ্ট্রায়াত্ব ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে। এতে সরকারী পাটকলগুলোতে পাট কিনবে না। তাই চাষীরা পাটের ন্যায্য দাম না পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। বর্তমান বাজার গুলো তাদের উৎপাদন খরচ না ওাার সম্ভাবনা রয়েছে। এবার যদি ভাল দাম না পান তাহলে আগামীতে পাটচাষ না করারও কথাও বলেছেন অনেক পাটচাষী।
এবার খুলনা জেলার ৯ উপজেলায় পাটের আবাদ হয়েছে ১ হাজার ৩৭৮ হেক্টর ( ১ হেক্টর= ২.৪৭ একর)। এর মধ্যে ডুমুরিয়া উপজেলায় পাটের আবাদ হয়েছে ৮৬৬ হেক্টর পাইকগাছা উপজেলায় ৩৫৬ হেক্টর, তেরখাদা উপজেলায় ১১০ হেক্টর জমিতে এবং অপর ৬টি উপজেলায় পাটের আবাদ হয়েছে মাত্র ৪৬ হেক্টর জমিতে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মো: মোসাদ্দেক হোসেন বলেন এবার বৃষ্টি ভালো হওয়ায় পাটের উৎপাদন ভালো হয়েছে। এখন পর্যন্ত পাটের যে মূল্য রয়েছে তাতে কৃষকের উৎপাদন হয়তো উঠে যাবে। তবে দাম কমে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন খুলনা জেলার মধ্যে যে পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে তার দুই তৃতীয়াংশ জমির পাট আবাদ হয়েছে ডুমুরিয়া উপজেলায়। এ উপজেলায় ৮৬৬ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ- পরিচালক ( উদ্যান) মো: নজরুল ইসলাম, দেশের উপকূলীয় জেলা খুলনা, এখানকার মাটি ও পানি লবনাক্ত। এবার বৃষ্টি বেশি হওয়ায় লবণাক্ততুার পরিমান কম হওয়ায় এবং লবন সহিষ্ণু পাটের জাতে আবাদ হয়েছে। ফলনও ভাল হয়েছে। বাজারে পাটের মূল্য গত বছর যে পরিমাণ ছিল এবার যদি সেরকম থাকে তাহলে পাটচাষীরা বেশী লাভবান হবে।