খুলনা সংবাদদাতাঃ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে গত কয়েকদিন শুরু হয়েছে বৃষ্টি ও দমকা বাতাস। অমাবশ্যার প্রভাবে সুন্দরবন সংলগ্ন শিপসা, পশুর, শাকবাড়িয়া ও কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তার উপর গত প্রায় এক সপ্তাহ ধরে লেগে রয়েছে ভারী বর্ষন। জোয়ারের পানির স্রোত ও বৃষ্টিতে জরাজীর্ন বেড়ি বাধ ভেঙ্গে ও উপচে পাইকগাছা ও কয়রা উপজেলার প্রায় অর্ধশত গ্রাম জলমগ্ন হয়েছে। এলাকার সড়ক, বাধ, ঘরবাড়ি হয়ে পড়েছে জলমগ্ন। অনেকেই ঘর বাড়ি ছেড়ে পরিবার পরিজন, গবাদি পশু ও মুল্যবান জিনিসপত্র নিয়ে উচু স্থানে অাশ্রয় নিয়েছেন।
এদিকে জরুরী ভিত্তিতে আপদকালীন তৎপরতায় ভেঙ্গে যাওয়া ভেড়িবাধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড অর্থ বরাদ্দ না পাওয়ায় DPM ( ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড) কর্মসূচির অাওতায় বাধ মেরামত করছে। এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসন জনসাধারনের সহায়তায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রিং বাধ দিচ্ছে। তবে ভাটার সময়ে বাধ দেয়া শুরু করলে মেরামত শেষ না হতেই জোয়ারের পানিতে তা অাবার ভাসিয়ে নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুযের্াগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরী খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন কয়রা উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ কুমার বিশ্বাস।