News71.com
 Bangladesh
 22 Aug 20, 01:22 PM
 875           
 0
 22 Aug 20, 01:22 PM

খুলনায় করোনা চিকিৎসা সুবিধা বাড়াতে ৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন॥  

খুলনায় করোনা চিকিৎসা সুবিধা বাড়াতে ৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন॥   

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা সুবিধা বাড়াতে পাঁচ দফা দাবি জানিয়ে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবিগুলো হলো- খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত লিক্যুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন; অতিদ্রুত হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা চালু; পর্যাপ্ত করোনা রোগীর সুচিকিৎসায় হাসপাতাল ও আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধি; চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমস্যা সমাধানসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং হাসপাতালগুলোতে পিসিআর ল্যাব বাড়ানো ।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে মহানগরীর শিববাড়ি মোড়ে বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। খুলনায় করোনা রোগীদের সুচিকিৎসার দাবিতে খুলনা ব্লাড ব্যাংকের সহযোগিতায় দক্ষিণবঙ্গ ঐক্য সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধনে খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালেহ উদ্দিন সবুজ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। এসময় এতে সম্মতি প্রকাশ করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন