নিউজ ডেস্কঃ খুলনায় ঠিকাদারের কাছে চাঁদা দাবির ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ দেখে চাঁদাবাজি মামলার আসামি আবু সাঈদ, ইসমাইল মল্লিক, মেহেদী হাসান ও সাইফুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মনিরামপুর ও বাগেরহাটের রামপালে তাদের অবস্থানের কথা জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গত শুক্রবার নগরীর পূর্ব বানিয়া খামার এলাকার ঠিকাদার ইউসুফ আলীর বাসায় ঢুকে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ সময় ইউসুফ আলী তার ব্যবহৃত পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে, তা লক্ষ্যভ্রষ্ট হয়ে এক কিশোরীর পায়ে বিদ্ধ হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে খুলনা থানায় মামলা করেন ভুক্তভোগী ওই ঠিকাদার।খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. শাকিলুজ্জামান বলেন, সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে আমরা চারজনের সংশ্লিষ্টতা পেয়েছি। এবং চারজন ওইদিন ঘটনাস্থলে এসেছে বলে স্বীকার করেছে।