News71.com
 Bangladesh
 15 Sep 20, 07:17 PM
 867           
 0
 15 Sep 20, 07:17 PM

কাঁকড়া রপ্তানি চালুর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

কাঁকড়া রপ্তানি চালুর দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিউজ ডেস্কঃ পুনরায় কাঁকড়া রপ্তানি চালু করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের সখিপুরে সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাসুদেব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, প্রচার সম্পাদক ফজলুর রহমান, সদস্য শরিফুল ইসলাম, শাহ আলম, কাঁকড়া চাষি আনারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে কাঁকড়া রপ্তানি বন্ধ হওয়ায় কাঁকড়া চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। এতে কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকসানে পড়েছেন। অবিলম্বে কাঁকড়া রপ্তানি চালু করা না গেলে জেলার হাজার হাজার মানুষ স্থায়ীভাবে কর্মহীন হয়ে পড়বে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে জেলার শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনিসহ বিভিন্ন উপজেলার কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন