নিউজ ডেস্কঃ খুলনার তেরখাদায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া পুলিশ সদস্য রেজাউল শিকদার (২৩)। আজ মঙ্গলবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে (ঙ অঞ্চল) এ জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়নি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তেরখাদার মোকামপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। রেজাউল শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন। ধর্ষক রেজাউল শিকদার গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। সে নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।