নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে মাদকাসক্ত সন্দেহে ২৭ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ডোপ টেস্টের মাধ্যমে ১৫ জনকে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করা হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে সাতক্ষীরার কলারোয়া থেকে পুলিশ মাদকাসক্ত সন্দেহে তাদের আটক করা হয়। পরে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্টের মাধ্যমে ১৫ জনের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে। পরে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডোপ টেস্টে ধরা পড়া ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে তাদের কাছে যারা মাদক সরবরাহ করেন তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।