News71.com
 Bangladesh
 26 Sep 20, 10:59 AM
 792           
 0
 26 Sep 20, 10:59 AM

বিকাশের পিন না দেয়ায় বন্ধুকে হত্যা॥ গ্রেফতার ৩

বিকাশের পিন না দেয়ায় বন্ধুকে হত্যা॥ গ্রেফতার ৩

নিউজ ডেস্কঃ বাগেরহাটে বিকাশের পিন না দেয়ায় চা দোকানি হানিফকে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতারের পর, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্নস্থান থেকে তরিকুল ইসলাম, বাদল সরকার এবং সাকিবকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আবু হানিফ পেশায় পোশাক শ্রমিক ছিলেন। করোনার সময়ে সে গ্রামের বাড়ি ফিরে চায়ের দোকান দেয়। চাকরিকালীন সময়ে উপার্জিত ১ লাখ টাকা হানিফের বিকাশ একাউন্টে আছে জানতে পেরে তা হাতিয়ে নেয়ার ফন্দি করে তারই তিনবন্ধু। পরে তার কাছে মোবাইল ও বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর চাইলে হানিফ দিতে না চাওয়ায় তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্তরা। এঘটনায় নিহতের মা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন