News71.com
 Bangladesh
 08 Oct 20, 06:57 PM
 743           
 0
 08 Oct 20, 06:57 PM

কুষ্টিয়ায় সরকারি চাল আত্মসাৎ।।ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় সরকারি চাল আত্মসাৎ।।ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

 

নিউজ ডেস্কঃ সরকারি চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের পদ থেকে মনির হাসান রিন্টুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (০৭ অক্টোবর) বিকেলে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হাসান রিন্টুকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তদন্তে রিন্টুর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে ২৪৯ বস্তা (৭.৪৭০ মেট্রিক টন) সরকারি চাল (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট-ভিজিডি) আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। মনির হাসান রিন্টু বলেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়। ২০১৮ এর জুন মাসের ভিজিডি চাল কার্ডধারীদের মধ্যে ওই সালের ৮ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন