News71.com
 Bangladesh
 09 Oct 20, 12:50 PM
 668           
 0
 09 Oct 20, 12:50 PM

খুলনায় ট্রিপল হত্যায় মূল অভিযুক্ত জাকারিয়া গ্রেফতার।।

খুলনায় ট্রিপল হত্যায় মূল অভিযুক্ত জাকারিয়া গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃখুলনার মশিয়ালী এলাকায় ট্রিপল হত্যার প্রায় তিন মাস পর অবশেষে মূল অভিযুক্ত শেখ জাকারিয়া, তার ভাই মিল্টন হাসান ও আরেক আসামি রাজুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঢাকার মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে খুলনায় আনা হয়।

 

জানা যায়, ১৬ জুলাই রাতে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-মিল্টনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ছয় জন হত্যায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি ইন্সপেক্টর এনামুল হক জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের ১৮তলা একটি ভবন থেকে তাদেরকে আটক করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তার সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন