নিউজ ডেস্কঃ শার্শা থেকে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আল আমিন (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সামনে ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিলের এ চালান আটক হয়। তার সঙ্গে থাকা আরও দুজন বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শার্শার আন্দোলপোতা গ্রামের মাজহারুল মোড়লের ছেলে আল আমিন, পলাতক আসামিরা হলো একই থানার পারইগুপি গ্রামের আবদুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) দুর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান মিয়া (২৭)। ৪৯, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মাদক ব্যবসায়ীরা অল্প অল্প করে ভারত থেকে ফেনসিডিল এনে সীমান্তে নিরাপদে লুকিয়ে রেখে মজুত করছে। পরে যখন চালানটি বড় হয় তখন তারা এগুলো শহর এলাকায় বিভিন্ন কৌশলে পাঠিয়ে দেয়। মাদকের ব্যাপারে বিজিবি তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৯ অক্টোবর) ৫৯৩ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।