নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় নিখোঁজের ১২ ঘণ্টা পর বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে হৃদয় মণ্ডল (৯) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকা গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হৃদয় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও একই গ্রামের বিকাশ মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি এসে বইপত্র রেখে খেলার উদ্দেশ্যে মাঠে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে। রাতভর পরিবার ও আত্মীয়স্বজন তাকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ ধানক্ষেতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খেলা নিয়ে হৃদয় মণ্ডল ও একই এলাকার পঞ্চম শ্রেণির ছাত্র মাসুদের সাথে মারামারির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে এই হত্যা সংঘটিত হয়েছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের ইসমাইল হোসেন ও তার স্ত্রী মাফিয়া বেগম, ছেলে মামুনুর রশীদ ও মাসুদুর রহমান এবং প্রতিবেশী আলমগীর হোসেন ও আলা-আমিনকে আটক করা হয়েছে।