নিউজ ডেস্কঃ পূর্ব বিরোধের জের ধরে নড়াইলে তছলিম মোল্লা নামে এক ঘের ব্যবসায়ীর পা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে গুরুতর আহত ওই ব্যবসায়ীসহ দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কালিয়া উপেজেলার রঘুনাথপুরে এ ঘটনা ঘটেছে। চিকিৎসক তছলিত ও মহসিন মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রঘুনাথপুর গ্রামের এনাম মেম্বার ও সাবু মোল্লা পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। চলমান এ বিরোধের একপর্যায়ে সন্ধ্যায় সাবু মোল্লার সমর্থকদেরে সাথে তছলিম মোল্লার সংঘর্ষ হয়। এসময় এনাম মেম্বারের নেতৃত্বে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ডান পা কুপিয়ে কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপিয়ে গুরুতর আহত করা হয়।