নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে স্বামী-স্ত্রীসহ ছেলেমেয়েকে কুপিয়ে হত্যা মামলায় নিহতের ভাই রাহানুর রহমানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হয়।গত শুক্রবার সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে। শনিবার নিহতের ভাই রাহানুরকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠোনো হয়। রোববার রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলা খলসি গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহিনুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। একই সঙ্গে কুপিয়ে হত্যা করা হয় তার স্ত্রী সাবিনা খাতুন শিশুপুত্র সিয়াম ও কন্যা তাসনিমকে। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই চাঞ্চল্যকর এ মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম নিহতের ভাই রাহানুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।