নিউজ ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে পরিদর্শন শেষে স্থানীয় সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।প্রতিমন্ত্রী জানান, নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমির নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের মধ্যে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে। নির্মাণাধীন ভবনে লিফট ও সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।খুলনার সংস্কৃতিকর্মীদের সব দাবির সাথে একমত পোষণ করে প্রতিমন্ত্রী বলেন, শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অধিক সংখ্যক মাইক্রোফোন ও কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা যুক্ত করা হবে।জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহার সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীদের পক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান, সাইদুর রহমান সাইদ ও হুমায়ুন কবীর ববি বক্তৃতা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।