News71.com
 Bangladesh
 13 Nov 20, 02:37 PM
 825           
 0
 13 Nov 20, 02:37 PM

খুলনার নতুন বাজারে চিংড়িতে জেলি পুশের অভিযোগে ৫ জনকে জরিমানা ও কারাদণ্ড॥

খুলনার নতুন বাজারে চিংড়িতে জেলি পুশের অভিযোগে ৫ জনকে জরিমানা ও কারাদণ্ড॥

 

নিউজ ডেস্কঃ খুলনায় নতুন বাজার লঞ্চঘাট এলাকায় চিংড়িতে জেলি পুশের অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা, কারাদণ্ড ও একটি কোম্পানীকে সিলগালা করেছে জেলা প্রশাসন।  শুক্রবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  জানা যায়  নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে এক মাসের এবং তিনজনকে সাত দিনের কারাদণ্ড এবং একজনের ৩০ হাজার ও চারজনের  ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।  আসামিরা হলেন- নিরব বকুল ৩৮, খোকন মোল্লা ২৩, কামরুল গাজী ৩৭ মো. কাওছার ইসলাম ২৩, নাঈমুল হাসান সজীব ২৪। জব্দকৃত দেড়মন চিংড়ি বিধিগতভাবে ধ্বংস করা হয়।  অভিযানে নেতৃতে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এবং দেবাশীষ বসাক। অভিযানের সময় উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, খুলনা, কোস্টগার্ড ও খুলনা সদর থানা পুলিশ।  অভিযানের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন বলেন, চিংড়ি বাংলাদেশের রপ্তানী আয়ের অন্যতম উৎস, তাই এ বিষয়ে  খুলনা জেলা প্রশাসন জিরো টরালেন্স নীতিতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন