নিউজ ডেস্কঃ নড়াইল সদর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৩) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর মেয়র ও নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের এ সভাপতি।ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ দিন ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করে পরাজয় মেনে নিলেন মো. জাহাঙ্গীর বিশ্বাস। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।পরিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরদিন রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ নভেম্বর দুপুরে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে প্রথমে সমরিতা এবং পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।প্রথম দিকে মেয়র জাহাঙ্গীরের শারীরিক অবস্থার উন্নতি হলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে ক্রমাবনতির এক পর্যায়ে বুধবার দুপুর ১২টার দিকে তিনি মৃতবরণ করেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক ও শ্রমিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।