News71.com
 Bangladesh
 10 Dec 20, 06:01 PM
 732           
 0
 10 Dec 20, 06:01 PM

কাস্টমস থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক রাজস্ব কর্মকর্তার জবানবন্দি।।

কাস্টমস থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক রাজস্ব কর্মকর্তার জবানবন্দি।।

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট ভেঙে প্রায় ২০ কেজি স্বর্ণ চুরির মামলায় আটক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদার আদালতে জবানবন্দি দিয়েছেন।  তিনি বলেছেন ইতোপূর্বে দায়িত্বে থাকা কর্মকর্তা অথবা অন্য কেউ নকল চাবি তৈরি করে ওই স্বর্ণ চুরি করে তাকতে পারে।  বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু আসামির জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আসামি শাহিবুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঁধুলী গ্রামের খালপাড়ার মৃত জালাল সরদারের ছেলে। শাহিবুল সরদার জানিয়েছেন, তিনি বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের দায়িত্বে ছিলেন। ওই গোডাউনের বিভিন্ন ভোল্টে স্বর্ণ ও বিদেশি মুদ্রা সংরক্ষিত ছিল। ২ মাস আগে তিনি পূর্বের কর্মকর্তার কাছ থেকে গোডাউনের দায়িত্ব বুঝে নিয়েছিলেন। এসময় কাগজপত্র অনুযায়ী ভোল্টের মালামাল মিলিয়ে নিয়েছিলেন। পূর্বের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ন্যায় তিনিও এ গোডাউনের চাবি বাড়িতে নিয়ে রাখতেন। তবে কখন কারা চাবি নকল করেছে তা তিনি জানেন মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনো সময় বেনাপোল কাস্টমস হাউজের পুরাতন ভবনের ২য় তলার গোডাউনের তালা  ভেঙে এবং ভোল্টের তালা খুলে ১৯ কেজি ৩১৮ দশমিক ৩ গ্রাম সোনা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি তেতাল্লিশ লাখ ১৭ হাজার ৩৬২ টাকা। ওই ভোল্টের চাবি শাহিবুলের কাছেই থাকতো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন