নিউজ ডেস্কঃ একজন মেয়র প্রার্থী মারা যাওয়াতে খুলনার চালনা পৌরসভার মেয়র পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রার্থীর মৃত্যুতে খুলনার চালনা পৌরসভার ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মো আলমগীর সন্ধ্যায় এ তথ্য জানান। সোমবার সারাদেশে প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। এতে গড়ে ৬০ ভাগের বেশি ভোট পড়েছে বলে ধারনা দেন ইসি সচিব।
তিনি জানান, ভোট শেষ হওয়ার ১০ মিনিট আগে মেয়র প্রার্থীর মৃত্যু হোয় বলে হাসপাতালের প্রাথমিক তথ্য পায় ইসি। নিয়ম অনুযায়ী মেয়র পদে নির্বাচন বাতিল করে নতুন ভোট করতে হবে। তবে চালনা পৌরসভায় মেয়র পদে ফল স্থগিত পরবর্তী বিষয়ে কমিশনের নজরে আনা হয়েছে। তারা সিদ্ধান্তে নেবেন।