নিউজ ডেস্কঃ কুষ্টিয়া জেলার দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ওই দুই ইউনিয়নের বাসিন্দারা স্বপ্নেও ভাবেনি তারা বিদ্যুতের আলোয় আলোকিত হবেন। সেই অসম্ভব স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ৩ জানুয়ারি। এ দিন দৌলতপুর আসনের (কুষ্টিয়া-১) সংসদ সদস্য অ্যাড. আ কা ম সরওয়ার জাহান বাদশাহ বিদ্যুৎ সংযোজন উদ্বোধন করবেন। আর এতে ১৩ হাজার পরিবার আলোকিত হবে বিদ্যুতের আলোয়। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়ার বৃহৎ উপজেলা দৌলতপুর। এ উপজেলার দুটি ইউনিয়ন চিলমারী ও রামকৃষ্ণপুর মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন। পদ্মা নদীর ওপারে দুর্গম চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষ ছিল বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। তারা কোনোদিন ভাবেনি তাদের ঘর আলোকিত হবে বিদ্যুতের আলোয়। সেই চরবাসীর স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, বিদ্যুৎ সুবিধার কারণে ডিজিটাল সুবিধাসহ সবধরনের সুবিধার আওতায় আসবে ১৩ হাজার পরিবার। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে চরবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার ছিল আমার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সে অঙ্গীকার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আলোয় আলোকিত হবে চরবাসী যা ছিল তাদের দীর্ঘ দিনের স্বপ্ন।