নিউজ ডেস্কঃ ঘরের মধ্যে গর্ত খুঁড়ে পুঁতে রেখেও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ী রহমান শেখের। তার মাটির ঘরের মধ্যে গর্ত খুড়তেই বেরিয়ে এলো ১২০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ১ লাখ ৫৮ হাজার টাকা। শনিবার (০২ জানুয়ারী) রাত ৯টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ফেনসিডিল ব্যবসায়ী রহমানকে গ্রেফতার এবং সেখান থেকে ১২০ বোতল ফেনসিডিল ও টাকা জব্দ করেন। আটক আব্দুর রহমান মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিমের (ডিবি) এস আই মুত্তরায় চৌধুরীর নেতৃত্বে ডিবির এএসআই মাহাতাব, জসিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর গ্রামের রহমানের বাড়ি ঘেরাও করে। এসময় রহমানকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গর্ত খুঁড়ে সেখান থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং পলিথিনে মোড়ানো ফেন্সিডিল বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এরপরে বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গর্ত খুঁড়ে সেখান থেকে আরও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।