News71.com
 Bangladesh
 05 Jan 21, 11:23 AM
 656           
 0
 05 Jan 21, 11:23 AM

যশোরে সরকারি দপ্তরের কাগজ জাল ॥ দুই জনের সাজা

যশোরে সরকারি দপ্তরের কাগজ জাল ॥ দুই জনের সাজা

নিউজ ডেস্কঃ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রাস্তা পেরোলেই মোমিননগর সমবায় মার্কেট। মার্কেটের ভিতর সজীব এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানে অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে দীর্ঘদিন ধরে চলছে জাল কাগজপত্র তৈরির ব্যবসা। যশোর (বিআরটিএ), গাড়ির ফিটনেস সার্টিফিকেট, সিনিয়র জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা রেকর্ড রুম, দুর্নীতি দমন কমিশন, জেলা রাজস্ব, জেলা পুলিশসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কাগজপত্র সবই জাল করছে চক্রটি। নিখুঁত এসব কারুকাজ তাদের। দেখেই বোঝার উপায় নেই এগুলো নকল।

এসব জাল কাগজপত্র তৈরির করা হয় জেলা প্রশাসক যশোরের কার্যালয়ের ঠিক সামনের মার্কেটে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের ওই মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামসহ, একটি কম্পিউটার, দোকানের মালিকসহ ২ জনকে আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র। পরে ভ্রাম্যমাণ আদালত ভুয়া কাগজপত্র তৈরির দায়ে দোকানের মালিক সাজ্জাদুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার কর্মচারী মনিরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং প্রত্যেককে ২০০ টাকা জরিমানা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন