নিউজ ডেস্কঃ খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত ও বদলী শ্রমিক-কর্মচারীদের বকেয়া সকল পাওনা পরিশোধের দাবিতে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত চতুর্থ দফার কর্মসূচির অংশ হিসেবে আটরা শিল্পাঞ্চলে এই লাল পতাকা মিছিল এবং মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। আলীম জুট মিলের প্রধান গেইটের সামনে থেকে শ্রমিকরা লাল পতাকা হাতে নিয়ে মিছিল বের করে। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের পথের বাজার হয়ে আলীম ও ইষ্টার্ণ জুট মিল সংলগ্ন রাজপথ ঘুরে আলীম জুট মিলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
এ সময় খুলনা-যশোর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৫ জানুয়ারি রাজপথে ভূখা মিছিল এবং ২৮ জানুয়ারি আটরা শিল্পাঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ কঠোরভাবে পালনে শ্রমিকদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।