News71.com
 Bangladesh
 22 Jan 21, 10:37 AM
 696           
 0
 22 Jan 21, 10:37 AM

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকারে গিয়ে দুই জেলে বাঘের শিকারে পরিণত॥

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকারে গিয়ে দুই জেলে বাঘের শিকারে পরিণত॥

নিউজ ডেস্কঃ সুন্দরবনের দলবদ্ধ বাঘ বৃহস্পতিবার বিকালে দুই জেলেকে ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে। এ ব্যাপারে স্থানীয় জেলে ও বাওয়ালিরা জানায়, সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত খালে ভাটার সময় কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে রতন, মিজানুর, আবু মুছাসহ অনেকেই। গত বুধবার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রতন (৩৫) মিজানুর (৩৯) ও আবু মুছা (৪০) কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আবু মুছা রতনের স্বজনদের মোবাইল ফোনের মাধ্যমে জানায়, বিকালে বনের মধ্যে তালপট্টি এলাকায় খালে কাঁকড়া ধরার সময় রতন ও মিজানুরের ওপর বাঘ ঝাঁপিয়ে পড়ে। এ সময় সে দৌঁড়ে বনের ভেতর উঁচু গাছের মগডলে উঠে আত্মরক্ষা করে। গাছের ডালে ঘণ্টাখানেক অপেক্ষা করে নিচে এসে মিজানুর ও রতনকে আর খুঁজে পায়নি।

বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানান, রতন ও মিজানুর নামের কোনো ব্যক্তি মাছ কাঁকড়া ধরার অনুমতি (পাস) নিয়ে বনে যায়নি। অবৈধভাবে তারা বনে প্রবেশ করে বাঘের আক্রমণে হতাহত হয়েছে কি-না তা তার জানা নেই। আজ শুক্রবার দিনের বেলা এ বিষয়ে সবিস্তার খোঁজ খবর নিয়ে বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন