News71.com
 Bangladesh
 22 Jan 21, 08:04 PM
 654           
 0
 22 Jan 21, 08:04 PM

খুলনা জেলার হতদরিদ্র ৯২২ পরিবার পাচ্ছে মুজিববর্ষের উপহার॥

খুলনা জেলার হতদরিদ্র ৯২২ পরিবার পাচ্ছে মুজিববর্ষের উপহার॥

নিউজ ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে খুলনার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে দ্বি-কক্ষবিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান করা হচ্ছে। আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। তখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুলনার ডুমুরিয়ার প্রত্যন্ত কাঁঠালতলা গ্রামে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ডুমুরিয়ায় স্যাটেলাইট টিম সংযোগ কার্যক্রম সম্পন্ন করেছে। আজ শুক্রবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনায় ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত ভূমিহীন গৃহহীন ৫ হাজার ৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। খুলনাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। ডুমুরিয়ার আটলিয়া কাঁঠালতলার প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না থাকায়, উচ্চক্ষমতা সম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন