নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খুলনায় ১৯ হাজার ২০০ বার কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জুম ওয়েবিনারের মাধ্যমে আগামীকাল বুধবার বিকাল ৫টায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে একই সাথে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিসহ ৫ লক্ষাধিক মানুষ শরীক হবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১৭ মার্চ বৃহৎ পরিসরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম সাল ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯ হাজার ২০০ বার কোরআন খতম, স্বাস্থ্যবিধি মেনে স্কুলে শিশু সমাবেশ ও মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ১৭ মার্চ আসর বাদ জেলা স্টেডিয়ামে ছয় হাজার ৬৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি দোয়া মোনাজাতে অংশ নেবেন।