News71.com
 Bangladesh
 17 Mar 21, 09:09 PM
 886           
 0
 17 Mar 21, 09:09 PM

ডুমুরিয়ায় আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন॥

ডুমুরিয়ায় আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন॥

নিউজ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের উদ্যোগে আজ এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপজেলার খুলনা সাতক্ষিরা মহাসড়ক সংলগ্ন অন্যতম গুরুত্বপূর্ণ বড়ডাঙ্গা সরকার মার্কেট চত্তরে আজ এই কর্মসূচি পালন করা হয়। আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে এ কেককাটা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ডুমরিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি দীনবন্ধু বালা, সহ সভাপতি মদন মোহন মন্ডল, আফরোজা খানম মিতা, হারুনুর রশীদ, স্বজল মন্ডল, শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মৃত্যুন্জয় সরকার, যুগ্ন সাধারন সম্পাদক কাজল শেখ, আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক বিপ্লব রায়, উপজেলা মৎস্যজীবী লীগনেতা সুজিত মন্ডল, স্বপন মন্ডল, দিপঙ্কর বাছাড, দ্বীপু কুন্ডু, নিমাই কুন্ডুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন একবিংশ শতাব্দিতে জাতীর পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী মৎসজীবী লীগের প্রত্যেকটা কর্মীর নিজ নিজ দায়িত্বে সফল হতে হবে । পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে জাতির পিতার আদর্শ কে অনুসরণ করে প্রত্যেকেটি কর্মীকে সততার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমান মৎসবান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করার লক্ষ্যে মৎস্যজীবী লীগের প্রত্যেক কর্মীকে স্ব অবস্থানে থেকে দেশের জন্য কাজ করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন