News71.com
 Bangladesh
 20 Mar 21, 10:33 PM
 104           
 0
 20 Mar 21, 10:33 PM

বাগেরহাটের রামপালে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক॥

বাগেরহাটের রামপালে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক॥

নিউজ ডেস্কঃ বাগেরহাটের রামপালে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আশিকুজ্জামান তুফান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তুফান খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আব্দুর রশিদের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে তুফানকে আটক করে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান তুফানকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন