নিউজ ডেস্কঃ সাতক্ষীরার মানুষ অত্যন্ত অতিথিপরায়ন, জেলা প্রশাসনের গৃহীত সার্বিক প্রস্তুতিতে আমি মুগ্ধ, তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্দির প্রাঙ্গণে হাইকমিশনার প্রবেশ করার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্তরা। পরে তিনি সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার, মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড পরিদর্শন করেন।