News71.com
 Bangladesh
 23 Mar 21, 08:15 PM
 673           
 0
 23 Mar 21, 08:15 PM

খুলনায় স্বাস্থ্য বিধি না মানায় ১১৭ মামলা॥ জরিমানা আদায়

খুলনায় স্বাস্থ্য বিধি না মানায় ১১৭ মামলা॥ জরিমানা আদায়

নিউজ ডেস্কঃ খুলনায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার খুলনার ডাক বাংলা, সার্কিট হাউজ মোড়, শিববাড়ি, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউমার্কেট, খালিশপুর, দৌলতপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। একই সাথে নয়টি উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাস্ক পরিধান না করায় ১১৭টি মামলায় ৫০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ বিধান অনুসারে এ শাস্তি প্রদান করা হয়। জানা যায়, খুলনায় হঠাৎ করে বেড়েছে করোনা সংক্রমণ। গত সাত দিনে খুলনায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৭ হাজার ৫৫৮ জন। এর মধ্যে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন