নিউজ ডেস্কঃ লকডাউনের ঘোষণা আসার পর থেকে খুলনায় হঠাৎ করে ব্যস্ততা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও পাড়া-মহল্লার মুদি দোকানে যেন তিল ধারণের জায়গা নেই। আজ রবিবার সকাল থেকে খুলনার বড় বাজার, বার্মাশিল রোড, হেলাতলা, ক্লে রোড, ডাক বাংলা, নিউ মার্কেট এলাকায় বাজারগুলোতে ভিড় করেছেন ক্রেতারা। বেশির ভাগ মানুষ একসঙ্গে বাড়তি চাল, ডাল, তেল, পিয়াজ ও আলু কিনে রাখছেন। অভিজাত দোকানগুলোতে প্রাইভেটকার থামিয়ে অনেককে কেনাকাটা করতে দেখা গেছে।
লকডাউনের সময়টাকে কাজে লাগাতে ইট সিমেন্ট লোহার দোকানে ভিড় করেছেন অনেকে। এতে একই সাথে সড়কে বেড়েছে যানজট। ডাকবাংলা, ফেরিঘাট, বিকে রায় রোড, সাতরাস্তা, শান্তিধাম মোড় এলাকায় ব্যস্ততম সড়কগুলোতে যানজট সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। বেসরকারি চাকরিজীবী মোমিনুল ইসলাম জানান, ভরদুপুরে সাধারণত বাজারে ক্রেতা থাকে না। কিন্তু লকডাউনের খবরে বাজারে উপচে পড়া ভিড়। পণ্যের চাহিদা থাকায় বিক্রেতা দাম বাড়িয়েছে ইচ্ছেমতো।