নিউজ ডেস্কঃ খুলনায় লকডাউনে সড়কে চলাচল বন্ধ ও জনসচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার লকডাউনের প্রথম দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি মামলায় মোট ৯১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, লকডাউন শুরুর আগে কয়েকদিন ধরে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় ও স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। কিন্তু নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্দেশনা অনুযায়ী অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া নিষেধ, গণপরিবহন চলাচল বন্ধ, মুদি দোকান ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।