নিউজ ডেস্কঃ লোহাগাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চুনতি আশ্রয়ণ প্রকল্পের ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৮ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আশ্রয়ণ প্রকল্পে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবর বিষয়টি নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।স্থানীয়রা জানান, ফরিদুল আলমের বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশ-পাশের পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।