নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ বিবেচনায় খুলনার একটি উপজেলা ও নগরীর তিনটি থানায় কঠোর বিধি নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (৪জুন) থেকে এসব এলাকায় জরুরি সেবা ছাড়া সকল দোকান, কাঁচাবাজার এবং জনসমাবেশ স্থান এক সপ্তাহ বন্ধ থাকবে। স্থানগুলো হলো জেলার রূপসা উপজেলা, মহানগরীর সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা।
আজ বুধবার সকালে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন এবং খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। রূপসা উপজেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৪ দশমিক ১৮। কিন্তু অন্যান্য উপজেলাতে এই হার শতকরা প্রায় এক ভাগ। এ ছাড়া খুলনা মহানগরীর সদরে সংক্রমণ হার শতকরা ৩৫, খালিশপুরে ২৫ ও সোনাডাঙ্গাতে এই হার শতকরা ১৭।