News71.com
 Bangladesh
 21 Jun 21, 10:08 PM
 559           
 0
 21 Jun 21, 10:08 PM

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পডার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার মুজাহিদ॥

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পডার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার মুজাহিদ॥

সাতক্ষিরা সংবাদদাতাঃ মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের শেখ মুজাহিদুল ইসলাম। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির বিষয়ে স্নাতক করার জন্য ‘মিনহাজুল আজহার’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। মুজাহিদ সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়ার শেখ মুকুল হোসেন ও মোছা. সুফিয়া খাতুন দম্পতির ছেলে।মুজাহিদের শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর সাতক্ষীরার পরানদা দারুল উলুম মাদ্রাসা ও সর্বশেষ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন।

মুজাহিদের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি ও এলাকাবাসী। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, মুজাহিদ ভাই আমাদের সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য আমরা সবাই আনন্দিত। উল্লেখ্য, শেখ মুজাহিদুল ইসলাম আগামী শক্রবার (২৫ জুন) মিশরের কায়রোর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন