নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৬৮ শতাংশ। বুধবার (৩০ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার জয়ন্ত কুমার সরকার বিষয়টি জানান। তিনি জানান, মৃতরা হলেন- করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যালে শাহানারা বেগম ও খুলনা মেডিক্যালে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।