News71.com
 Bangladesh
 01 Jul 21, 01:50 PM
 524           
 0
 01 Jul 21, 01:50 PM

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ‘দূষণ’॥ করোনা পরীক্ষা বন্ধ  

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ‘দূষণ’॥ করোনা পরীক্ষা বন্ধ   

নিউজ ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ‘দূষণ’ দেখা দেওয়ায় সেখানে করোনাভাইরাসের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, চালু হওয়ার প্রায় ১৫ মাস পর প্রথমবারের মতো বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য ল্যাবটি বন্ধ রাখা হয়েছে। বুধবার প্রায় সাড়ে পাঁচশ নমুনা পরীক্ষার পর দেখা যায়, সবই পজিটিভ। পরীক্ষা-নিরীক্ষা করে ল্যাবে দূষণ ধরা পড়ে। এই তিন দিন চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা যাবে বলে জানান উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ। তবে সময়ের মধ্যে ল্যাবটিকে উপযুক্ত রক্ষনাবেক্ষন ও দূষণমুক্ত করে পূনরায় চালু করা হবে বলে জানাগেছে।

ডাঃ মেহেদী নেওয়াজ আরও বলেন, ল্যাবে পরীক্ষা স্বাভাবিক রাখতে হলে প্রতি মাসে অন্তত একবার দুই দিন বন্ধ রাখতে হয়। প্রচুর চাপ থাকায় তা সম্ভব হয়নি। “প্রায় সাড়ে পাঁচশ নমুনার সবই পজিটিভ আসার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তখন ল্যাবে দূষণ ধরা পড়ে।” গতকাল বুধবারের পরীক্ষার ফল দেওয়া সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, সেগুলো আবার পরীক্ষা করা হবে। সেজন্য আর নতুন করে নমুনা নেওয়ার প্রয়োজন নেই। নমুনাগুলো রেখে দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন