নিউজ ডেস্কঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদ্প্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, এর আগে গত মঙ্গলবার ৩২ জনের মৃত্যু হয়েছিল।গত ২৪ ঘণ্টায় বিভাগের কুষ্টিয়ায় ৭ জন ও যশোরে ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া খুলনায় ৮ জন, বাগেরহাটে ১ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুরে ৩ জন, ঝিনাইদহে ৪ জন, সাতক্ষীরায় ৪ জন ও চুয়াডাঙ্গায় ২ জন মারা গেছেন। কোভিড সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৫৭ হাজার ৫২০ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে রাশেদা জানান। এ সময়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।