News71.com
 Bangladesh
 02 Jul 21, 05:54 PM
 544           
 0
 02 Jul 21, 05:54 PM

করোনা ॥ একদিনে খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু

করোনা ॥ একদিনে খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। ফলে একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে এ বিভাগে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে খুলনা বিভাগে বৃহস্পতিবার (১ জুলাই) সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাটে, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন