News71.com
 Bangladesh
 03 Jul 21, 07:19 PM
 519           
 0
 03 Jul 21, 07:19 PM

যশোরে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু॥

যশোরে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৪ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫০ জনের। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাপসাতালেও বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীর চাপ। ১৪০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২০২ জন।

শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৭২০ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন যবিপ্রবির জিনোম সেন্টারে ৭১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫০ জনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। খুলনা মেডিক্যাল কলেজে চার জনের নমুনা পাঠানো হলেও সবগুলোই ফলাফল নেগেটিভ আসে। তবে গত ২৪ ঘণ্টায় জিন অ্যাক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেনে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় কারোনায় মোট মৃতের সংখ্যা ১৬২ জন। জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৭ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন