নিউজ ডেস্কঃ বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারত থেকে যে কয়লা আসছে তা জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে না বলে জানিয়েছে এই কেন্দ্রের কর্তৃপক্ষ। এই তিন হাজার ৮০০ টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন চারটি কয়লা মজুদাগারের মধ্যে একটির মেঝেতে ঢালাইয়ের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি লিমিটেড, বিআইএফপিসিএল। এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে কখনই ভারত থেকে কয়লা আনা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে ভারতের এনটিপিসি ও বাংলাদেশের পিডিবির যৌথ উদ্যোগে ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক এই তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। গতকাল শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকার এক খবরে বলা হয়, কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে তিন হাজার ৮০০ টন কয়লার একটি চালান বাংলাদেশে আসছে। শনিবার বিআইএফপিসিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা থেকে যে কয়লা আনা হচ্ছে তা শুধু ‘কোল স্টোকইয়ার্ড’ ফ্লোরে ব্যবহার করা হবে।