News71.com
 Bangladesh
 05 Jul 21, 07:14 PM
 500           
 0
 05 Jul 21, 07:14 PM

করোনা আপডেট॥ খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু  

করোনা আপডেট॥ খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু   

নিউজ ডেস্কঃ সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৪ জনে। মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৬৫ জনের। সোমবার (৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে বিভাগের খুলনার ১৩ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, মাগুরার একজন, ঝিনাইদহের পাঁচজন, কুষ্টিয়ার ১৭ জন, চুয়াডাঙ্গার দুজন ও মেহেরপুরের পাঁচজন রয়েছেন। এ সময়ে আক্রান্ত হয়েছেন খুলনার ২৩৯ জন, বাগেরহাটের ১২১ জন, সাতক্ষীরার ১০২ জন, যশোরের ২৮৬ জন, নড়াইলের ৭০ জন, মাগুরার ৩৪ জন, ঝিনাইদহের ৮৬ জন, কুষ্টিয়ার ২৯২ জন, চুয়াডাঙ্গার ১৫২ জন ও মেহেরপুরে ৮৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন