নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে গোলাম রসুল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়দের বরাক দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, কৃষক গোলাম রসুল ১৫/২০টি গরু নিয়ে গ্রামে ধঞ্চে ক্ষেতে গিয়েছিলেন। গরু চরানোর একপর্যায়ে ভারী বর্ষণ শুরু হয়। এ সময় ফাঁকা মাঠে অন্যান্য কৃষকের সঙ্গে তিনিও গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। মাঠের মধ্যে থেকে নিরাপদ আশ্রয়ে আসার আগেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই গোলাম রসুলের মৃত্যু হয়। এসময় আহত হন গরু চরাতে যাওয়া একই গ্রামের আজিজুল ইসলাম (৫০)। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।