News71.com
 Bangladesh
 07 Jul 21, 06:02 PM
 507           
 0
 07 Jul 21, 06:02 PM

কুষ্টিয়ায় একদিনে করোনায় ১৬ জনের মৃত্যু॥

কুষ্টিয়ায় একদিনে করোনায় ১৬ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃকুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। বুধবার (৭ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার (৭ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮০১ জনের নমুনা পরীক্ষায় এই শনাক্তের হার ২৯.২১ শতাংশ।


নতুন শনাক্তদের মধ্যে সদরেই ৯৬ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৭ জন। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৭শ’ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৮৫ জনের মৃত্যু হলো। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার জানান, করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। করোনা ও উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২শ ৭৪ জন রোগী। এর মধ্যে ১৮৭ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন