নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে উদ্বোধনের আধা ঘণ্টার মধ্যে ধসে পড়ল প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পানির পাম্প। পাম্প হাউজের মেঝের অনেকটা অংশ ধসে পড়েছে। দেয়ালে দেখা দিয়েছে ফাটল। ভবনের নিচে সুড়ঙ্গ তৈরি হওয়ায় পানির লাইনও ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা বলেন, রবিবার দুপুরে পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম নওদাগা এলাকায় সদ্য স্থাপিত পাম্পের পানি সরবরাহ কাজ উদ্বোধন করেন। করোনা পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এলাকার মানুষের পানির প্রয়োজনে পাম্পটি চালু করার ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, কোটচাঁদপুর পৌরসভার নওদাগা ও কাশিপুরের কিছু অংশের মানুষের পানির প্রয়োজনে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কাজ বাস্তবায়ন করছে। উপ-সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, পাম্পটির কাজ শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। নানা জটিলতায় কাজটি বিলম্ব হয়েছে। তারপরও শেষ করে সদ্য চালু করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিন বলেন, পাম্পটি এলাকার মানুষের কল্যাণে নির্মিত হলেও উদ্বোধনের পরই ধসে পড়ায় আদৌ কোনো উপকারে আসবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোমিনুল হক বলেন, বিষয়টি নিয়ে তারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেবেন।